ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির নারায়নহাট ইউনিয়নের মির্জারহাট এলাকায় হালদা নদীর পাড় থেকে কোটি টাকা মূল্যের প্রায় ১৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় জহুরুল হক নামের এক অবৈধ দখলদারকে ২ লক্ষ টাকা জরিমানাসহ খাস জমিতে অবৈধভাবে নির্মিত ১০টি দোকানঘর উচ্ছেদ করা হয়।
৩ নভেম্বর রোববার বিকেলে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন।
উচ্ছেদ অভিযানে আটক মো. জহুরুল হক ইদিলপুর গ্রামের মৃত মকবুল আহমদের পুত্র। অভিযুক্ত ব্যক্তি মির্জাহাট এলাকায় হালদা নদীর তীর সংলগ্ন জায়গায় আনুমানিক ১৫ শতক সরকারি খাস জমি অবৈধ উপায়ে দখল করে সেখানে দোকানঘর স্থাপন করে ভাড়া দিয়েছেন। উক্ত জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।
অভিযুক্ত ব্যক্তি মোবাইল কোর্টের নিকট তার অপরাধ স্বীকার করায় তাকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া এসময় অবৈধ দখলকৃত আনুমানিক ১৫ শতক সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের অনুকূলে দখল নেয়া হয়।
অভিযানে ভুজপুর থানা পুলিশের একটি দল, নারায়নহাট ইউনয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী সহায়তা প্রদান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available