নরসিংদী প্রতিনিধিঃ বিএনপি যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেছেন, ১৭ বছর আন্দোলন করেছিলাম ভোটাধিকার আদায়ের জন্য। এ আন্দোলনে ৪২২ জন বিএনপি নেতাকর্মী এবং ১৩৫ জন ছাত্র আন্দোলনে নিহত হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও এ আন্দোলন সফল হয়নি। আমাদের ভুলের কারণে এ আন্দোলন নষ্ট করা যাবে না। এ সরকারকে কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র—জনতা আন্দোলনে শহীদ পরিবার ও আহতদেরকে আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
৫ অক্টোবর শনিবার নরসিংদীর মাধবদী হেরিটেস রিসোর্সে শহীদ পরিবার ও আহতদেরকে এ আর্থিক অনুদান দেওয়া হয়।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোমেন সরকারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, ড্রিম হলিডে পার্কের মালিক প্রবির কুমার সাহা, হেলাল উদ্দিনসহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available