খুলনা ব্যুরো: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ, রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারল আনোয়ার, গণতান্ত্রিক অফিসার্স পরিষদের সভাপতি ডা. সাইফুল্লাহ মানছুর, সাধারণ সম্পাদক খান জাবিদ হাসান, খুকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম তানসেন ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য, গণতান্ত্রিক কর্মচারী পরিষদের সভাপতি শাওন ও সাধারণ সম্পাদক রেফাজুল শেখসহ কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপাচার্য তার বক্তব্যে বলেন, আজকের এই দিনে আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযোদ্ধাদের, যাঁরা স্বাধীনতার জন্য উৎসর্গ করেছেন নিজের জীবন। আজ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available