• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৯:০২:০৯ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৯:০২:০৯ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রাষ্ট্রপতি বরাবর খুবি শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

১৪ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:২২:৪৩

রাষ্ট্রপতি বরাবর খুবি শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

খুলনা প্রতিনিধি: কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাস এবং ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদান করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। ১৪ জুলাই রোববার বিকালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।

গণপদযাত্রার কর্মসূচি হিসেবে বিকাল সাড়ে ৪টায় কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির বরাবর লিখিত স্মারকলিপি খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের কাছে প্রদান করেন।

এ সময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

স্মারকলিপি প্রদান শেষে খুবি শিক্ষার্থী জহুরুল তানভীর বলেন, রাষ্ট্রপতির কাছে আমাদের অনুরোধ থাকবে, দ্রুত সংসদের অধিবেশন আহ্বান করে এই কোটা বৈষম্য নিরসন করেন। সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা হচ্ছে তা বন্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সঠিকভাবে কোটা সংস্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার করলেই সারা দেশের ছাত্র সমাজ পড়ার টেবিলে ফিরে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ