পলাশ (নরসিংদী) প্রতিনিধি: গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের প্রধান সম্পাদক আহমদুল কবিরের ২১তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার (২৪ নভেম্বর)। ২০০৩ সালের এই দিনে কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। সত্তরের দশকে গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এ মহৎ ব্যক্তিত্ব।
আহমেদুল কবিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আহমদুল কবির স্মৃতি সংসদ ও তার পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, তবারক বিতরণ, এলাকার এতিমখানাগুলোতে খাবার বিতরণ, আহমদুল কবিরের স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং বাদ আছর এলাকার ১৮টি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এছাড়া আজ আহমদুল কবির মনু মিয়া স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পলাশ উপজেলার ঘোড়াশালে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছেন আহমদুল কবির স্মৃতি সংসদের ঘোড়াশাল পৌর কমিটির সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলাম।
উল্লেখ্য, আহমদুল কবিরের ডাক নাম মনু মিয়া। রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনের প্রতিভাদীপ্ত এই গুণী ব্যক্তিত্ব নরসিংদী-২ আসন থেকে ১৯৭৯ ও ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৫৪ সালে সংবাদের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন।
এরপর ১৯৭২ সালে দৈনিক সংবাদের সম্পাদকের দায়িত্ব নেন। ২০০১ সালে সংবাদের প্রধান সম্পাদক হন এবং আমৃত্যু এ দায়িত্ব পালন করেন। কমনওয়েলথ প্রেস ইউনিয়নের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতির দায়িত্বও পালন করেছেন আহমদুল কবির।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available