বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপিকে ইঙ্গিত দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ক্ষমতার পিছন দরজা বন্ধ হয়ে গেছে। নির্বাচনই একমাত্র সরকার গঠনের পথ। যারা বুটের নিচে গণতন্ত্রকে পৃষ্ঠ করেছিল, তাদের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর। বিশৃংখলতা সৃষ্টি করে জনগণের জান-মালের নিরাপত্তাকে হরণ করে যারা অস্থির অবস্থায় সৃষ্টির পায়তারা করছে, তাদের মনে রাখতে হবে; দেশের ৭৫ ভাগ জনগণ শেখ হাসিনার পক্ষে। আগামী নির্বাচনে বাংলার জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে।
২৫ জুলাই মঙ্গলবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে- ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। এছাড়া মৎস্য চাষিদের মধ্যে বক্তব্য রাখেন শেখ সাহিদুর রহমান।
এর আগে উপজেলার লেকে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতকর্মী ও উপজেলা মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available