বাকৃবি প্রতিনিধি: সকল গ্রেডে (৯ম-২০তম) ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে।
১৪ জুলাই রোববার সকাল সাড়ে ১১ টায় এই কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে। কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং কোটা সংস্কারের দাবিতে জোরালো আওয়াজ তোলেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে গিয়ে স্লোগান দেন তারা।
গণপদযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থী মেহেদী হাসান তানজিল বলেন, আমরা চাই চাকরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ হোক। কোটার কারণে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক।
আরেক শিক্ষার্থী বলেন, সংবিধানে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা উল্লেখ আছে, কিন্তু তা ন্যূনতম মাত্রায় রাখা উচিত। আমরা এই দাবি জানাচ্ছি যেন, সংসদে দ্রুত আইন পাশ করে এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংশোধন করা হয়।
শিক্ষার্থীরা দাবি করেন, কোটা পদ্ধতির সংস্কার হলে মেধাবীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available