কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: চলতি পথে গাড়ি থামিয়ে বিভিন্ন সংগঠনের রশিদ দিয়ে চাঁদাবাজি করার অপরাধে তিন চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
৭ মে মঙ্গলবার সকালে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু পূর্ব প্রান্ত রাজধানীর বাবুবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। র্যাব-১০ মিডিয়া সেন্টার থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটকরা হলো- দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ কৈবর্ত্যপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে রাজু (২৯), ভোলা সদর থানার বালিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলের রিপন (৩৯) ও কুমিল্লা জেলার হোমনা শ্যামপুর গ্রামের জাহিদ হোসেনের ছেলে সুমন (২৮)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায় করা নগদ ২ হাজার টাকা ও ৩টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পরিবহন সেক্টর চাঁদাবাজ মুক্ত করতে র্যাবের বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদা আদায়কালে এদের তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। রাজধানীর কোতয়ালী ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় জোরপূর্বক তারা চাঁদাবাজি করে এই চক্র।
র্যাব আরও জানায়, আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available