• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:১৬:৫৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:১৬:৫৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

২৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০১:২০

রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. রুবেল (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইসলামিয়া পাড়া (কুমারপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ  আলীর পুত্র। তার বাড়ি চন্দ্রঘোনা বনগ্রাম হলেও দীর্ঘদিন যাবত তিনি লালানগর ৫ নম্বর ওয়ার্ডে তার শ্বশুর বাড়িতে থাকেন। নিহত ব্যক্তি পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় নিহত রুবেলের স্ত্রী কাজলী আকতার বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুবেল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে অটোরিকশার জ্বালানি নেয়ার উদ্দেশ্যে বের হন। জ্বালানি নিয়ে আসার পথে লালানগর বন্দেরাজাপাড়া এলাকায় এলে স্থানীয় কয়েকজন তার গতিরোধ করে। চুরির বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে রুবেল অস্বীকার করে। একপর্যায়ে স্থানীয় লোকজন চোর বলে চিৎকার করলে আরও লোকজন এসে মারধর করতে থাকেন। মারধরের একপর্যায়ে রুবেল নিস্তেজ হয়ে পড়লে তাকে ওই অবস্থায় রেখে চলে যান সবাই।  

পরে ২৭ ডিসেম্বর শুক্রবার ভোরে রুবেলের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হাত-পা বাঁধা অবস্থায় রুবেলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত রুবেলের স্বজন জসিম বলেন, ‘রুবেল অটোরিকশা নিয়ে গ্যাস নিতে গিয়েছিল। আসার পথে মরিয়মনগর ডিসি সড়কের শান্তিনিকেতন এলাকা থেকে কয়েকজন গাড়িতে উঠে। তারা বন্দেরাজাপাড়া এলাকায় এলে গাড়িতে থাকা কয়েকজনসহ স্থানীয়রা মিলে এই ঘটনা ঘটিয়েছে। রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত দীর্ঘক্ষণ মারধরে তার মৃত্যু হয়েছে।’

তিনি জানান, নিহত রুবেলের সংসারে ৬ বছরের ছেলে সন্তান রয়েছে ।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘এই ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১