• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৩:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৩:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত দলের সর্দারের মৃত্যু!

২২ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:১৩:১১

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত দলের সর্দারের মৃত্যু!

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে মাইকিং করে জনতার গণপিটুনিতে মিলন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই যুবক ডাকাত দলের সর্দার।

২২ জানুয়ারি সেমাবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকা তাকে গণপিটুনি দেয়া হয়। তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

নিহত মিলন ওই এলাকার বাসিন্দা কাশেমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ওই যুবক ডাকাত দলের সর্দার। সে আটিগ্রামসহ পুরো ওয়ার্ডজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এলাকার লোকজনকে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে বা বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকারসহ টাকা পয়সা ডাকাতি করতো। গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করেন। এরপর ২১ জানুয়ারি রোববার রাতে তার দলের দু’জন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশকে সোপর্দ করা হয়।

তারা আরও বলেন, সোমবার দুপুর ১ টার পর একটি মোটরসাইকেলযোগে নিহত মিলন ও জনিসহ তিনজন সেই এলাকার স্থানীয় বাসিন্দা শাহজাহান (দুবাই শাজাহান)-কে দুটি রামদা নিয়ে হামলা করে। এসময় বিক্ষুদ্ধ স্থানীয় জনতা মসজিদের মাইকে ঘোষণা করে জড়ো হয়ে তাকে গণপিটুনি দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা তাকে হাসপাতালে পাঠালে সেখানকার কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেছেন, গণপিটুনির শিকার ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩