রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে চালের গুড়া ও ময়দা মিশিয়ে বসুন্ধরা কোম্পানির বস্তায় অসদুপায়ে প্যাকেট করে বাজারজাত করার তথ্য সংগ্রহের সময় সন্ত্রাসীদের হামলায় ৩ সাংবাদিক গুরুতর আহত হয়েছে। ৩ জুন সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, অসৎ উপায়ে বসুন্ধরা কোম্পানির বস্তা ব্যবহার করে চালের গুড়া ও ময়দা মিশিয়ে অনুমোদনবিহীন ভেজাল ভুসি তৈরির অভিযোগে গোডাউনের তথ্য সংগ্রহ করতে যায় মাই টিভি ও এশিয়ান টিভি এবং স্থানীয় পত্রিকার এক সাংবাদিক। তারা ঘটনাস্থলে গিয়ে ছবি তোলার সময় মাই টিভির রংপুর জেলা করেসপন্ডেন্ট মাহমুদুল হাসান ও এশিয়ান টেলিভিশনের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিলন এবং রংপুর থেকে প্রকাশিত ৫২ আলো পত্রিকার রিপোর্টার মেফতাহুলসহ তিন সাংবাদিককে গোডাউনে আটক করে জিয়া ও তার বাবাসহ ভেজাল ভুসি কারখানার লোকজন।
এসময় দেশিয় অস্ত্র ও লোহার রড দিয়ে সাংবাদিকদেরকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারের স্থানীয়রা ও পুলিশ এসে আহতাবস্থায় তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মিলন বলেন, আমরা তাৎক্ষণিক বিষয়টি প্রশাসনের সবাইকে জানিয়েছি। এ ঘটনায় মাই টিভির মাহমুদুল হাসান বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে জুয়েল নামের একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার জানান, বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত তাদেরও গ্রেফতার করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available