খুলনা ব্যুারো: খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচন আগামী ১৩ জুলাই শনিবার প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে।
বস্তুনিষ্ট টেলিভিশন সাংবাদিকতা, পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকতার ঐতিহ্য এবং ভাবমর্যাদা সুরক্ষার ঐক্যবদ্ধতার প্রত্যয়ে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) আহবায়ক কমিটির নেত্বত্বাধীন র্নিবাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গত ২৮ জুন নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেটিআরইউ’র ৯টি পদে র্নিবাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী কেটিআরইউ’র নির্বানের খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩ জুলাই, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি ৪ জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৪ জুলাই সন্ধ্যায়, মনোনয়নপত্র বিলি ৫ জুলাই, মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই এবং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ৬ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৭ জুলাই এবং ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ ১৩ জুলাই।
উল্লেখ্য, গত ২০২২ সালে অনুষ্ঠিত কেটিআরইউ র্নিবাচনে বিজয়ী পরিষদ সঠিক সময়ে সংগঠনের র্নিবাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ায় সাবেক সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগকে আহবায়ক ও বাবুল আকতারকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available