• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১২:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১২:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

আজ বিএনপির গণমিছিল

১৮ আগস্ট ২০২৩ সকাল ১০:৪১:৫৮

আজ বিএনপির গণমিছিল

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে ঘোষিত দুই দিনের কর্মসূচির প্রথম দিন আজ শুক্রবার গণমিছিল করবে বিএনপি ও সমমনা বিরোধীদলগুলো। গত ২৯ জুলাই ঢাকায় অবস্থান কর্মসূচির পর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আজ সারাদেশে মহানগর পর্যায়ে গণমিছিল নিয়ে মাঠে নামছে। এর আগে গত ১১ আগস্ট শুধু ঢাকা মহানগরীতে গণমিছিল করেছিল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

সরকার পতনের এক দফা দাবিতে আজ বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথক দুটি গণমিছিল করবে। দক্ষিণ বিএনপির উদ্যোগে মিছিল রাজধানীর দয়াগঞ্জ থেকে শুরু হয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে। আর উত্তর বিএনপির মিছিল গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে শুরু হয়ে মহাখালী বাসস্ট্যান্ড গিয়ে শেষ হবে।

বিএনপির নীতিনির্ধারণী সূত্র জানায়, আপাতত কয়েক সপ্তাহ বিক্ষোভ সমাবেশ, গণমিছিল ও পদযাত্রার কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি। সেপ্টেম্বর থেকে কর্মসূচির ধরন বদলাতে পারে। আগামী মাস থেকে শক্ত কর্মসূচির দিকে যাওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আগে-পরে বড় ধরনের কোনো কর্মসূচি রাখেনি বিএনপি। ঘটা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনও পালন করেনি এবার দলটি। জন্মদিন উপলক্ষে গত ১৭ আগস্ট বুধবার খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। বৃহস্পতিবার খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে প্রচারপত্র বিলি করা হয়। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে গণমিছিল-পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩