স্টাফ রিপোর্টার, গাজীপুর: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী বলেন, দেশের সকল জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় গুলোকে নতুন করে সংস্কার করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। সেই সঙ্গে আমাদের সরকারের আগামী পাঁচ বছরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যে বাজেট আছে সে পরিকল্পনা অনুযায়ী অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্কুল ঝড়েপড়া শিক্ষার্থীদের আমাদের আটকাতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের দুপুরের পুষ্টিকর খাবার তুলে দিতে হবে।
১১ জুন মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা হলরুমে গ্রামীণ অবকাঠামো রক্ষানাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শ্রীপুর উপজেলায় আগামী জুলাই মাসের মধ্যে মানুষের যাতায়াতের জন্য ২০টি নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। সেগুলো কার্যক্রম চলমান। শ্রীপুরে নতুন একটি শিক্ষা ভবন নির্মাণ করা হবে। আজ যেসকল শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এতিমখানায় অনুদানের চেক দেয়া হয়েছে। পরবর্তীতে বাকি প্রতিষ্ঠান গুলোর মধ্যে অনুদান দেয়া হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইখা সুলতানা, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকিরুল হাসান জিকু প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available