• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩২:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩২:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিক্ষার্থী বিক্ষোভে গণস্বাস্থ্যের ট্রাস্টি-ভারপ্রাপ্ত পরিচালকের পদত্যাগ

২৫ আগস্ট ২০২৪ সকাল ০৯:১৮:২০

শিক্ষার্থী বিক্ষোভে গণস্বাস্থ্যের ট্রাস্টি-ভারপ্রাপ্ত পরিচালকের পদত্যাগ

গবি প্রতিনিধি: শিক্ষার্থীদের ১৩ দফা দাবির আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দীন আহমেদ এবং গণস্বাস্থ্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মাহবুব জোবায়ের সোহাগ। ২৪ আগস্ট শনিবার বিকালে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের তীব্র দাবির মুখে পদত্যাগ করেন তারা। পরবর্তীতে পদত্যাগ পত্রটি সম্মুখে আসে।

শিক্ষার্থীদের দাবি সমূহ হলো-

১. বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে ও চিকিৎসা প্রদানে বাঁধা-দানকারী এবং তাদের মদদদাতা ট্রাস্টিকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো এবং নতুন ট্রাস্টি বোর্ড ও পরিচালনা পরিষদ গঠন করে মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা করতে হবে।

২. ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্দেশনা মোতাবেক স্থায়ী অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়োগ করতে হবে।

৩. গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ সংস্কার আন্দোলনে বাধাদানকারী ও ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় ফেল করানোর হুমকি প্রদানকারী শিক্ষকদেরকে পদত্যাগ করতে হবে।

৪. অ্যাকাডেমিক ভবন হতে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য প্রতিষ্ঠান যেমন গণমুদ্রণ, হিসাব বিভাগ ইত্যাদি অপসারণ করে ১ম ফেস মূল অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর করতে হবে এবং ছয় মাসের মধ্যে নতুন অ্যাকাডেমিক ভবন তৈরি করতে হবে।

৫-ক. ছাত্রছাত্রীদের জন্য আলাদা আধুনিক হোস্টেল নির্মাণ করতে হবে। হোস্টেল নির্মাণের কাজ ১০ কার্যদিবসের মধ্যে দৃশ্যমান করতে হবে এবং ৬ মাসের মধ্যে পূর্ণ কাজ শেষ করতে হবে।

খ. বর্তমান ছাত্রী হোস্টেলে ছাত্রী ব্যতীত অন্য কোনো কর্মী, ডাক্তার থাকতে পারবে না এবং ছাত্রীদের হোস্টেলের নিচে ডাইনিং এর ব্যবস্থা করে মিল সিস্টেমে মানসম্মত খাবার প্রদান করতে হবে। এ ব্যাপারে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৬. প্রত্যেক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত শিক্ষক আধুনিক লেকচার গ্যালারি, টিউটোরিয়াল রুম ও প্রাকটিকাল ক্লাস রুমের ব্যবস্থা করতে হবে।

৭. হাসপাতাল আধুনিকায়নের লক্ষ্যে হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করতে হবে এবং ICU, NICU, CCU, CT-scan, MRI ম্যাশিনসহ আধুনিক ল্যাবরেটরি সুবিধা প্রদান করতে হবে।

৮. হাসপাতাল পরিচালনায় বিএমডিসি কর্তৃক নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত রেজিস্ট্রার, সি.এ. ও মেডিকেল অফিসার নিয়োগ করতে হবে।

৯. ২৭তম ব্যাচের রেজিস্ট্রেশন জনিত জটিলতা নিরসন করে, ৬ মাস বিলম্বের জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

১০ স্থায়ী খেলার মাঠ, ছেলে ও মেয়েদের জন্য আলাদা কমন রুম এবং পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী সরবরাহ করতে হবে।

১১. আধুনিক ক্যান্টিন নিশ্চিত করে ছাত্রবান্ধব মূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করতে হবে।

১২. প্রত্যেক ধর্মের জন্য আলাদা উপাসনালয় নির্মাণ করতে হবে।

১৩. সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরবর্তীতে যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।

পরবর্তীতে দাবির প্রেক্ষিতে অযোগ্যতার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা কারণে পদত্যাগে বাধ্য হন তারা। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত দুইজনের পদত্যাগের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ডা. নাজিম উদ্দীন আহমেদ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি ছিলেন এবং ডা. মাহবুব জোবায়ের সোহাগ চলতি মাসের ৬ তারিখ হতে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এবং একই সাথে তিনি হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রারের দায়িত্বরত ছিলেন। তবে হাসপাতাল থেকে অব্যবহিত দিলেও রেজিস্ট্রার পদে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩