• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০৫:৪৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০৫:৪৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গণহত্যা দিবসে বাকৃবি বধ্যভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন

২৫ মার্চ ২০২৪ বিকাল ০৫:১১:৪৫

গণহত্যা দিবসে বাকৃবি বধ্যভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন

বাকৃবি প্রতিনিধি: যথাযথ মর্যাদা এবং ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণহত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ২৫ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টায় বাকৃবি ক্যাম্পাসে অবস্থিত বধ্যভূমিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।

জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টর কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতি, প্রভোস্ট পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, মহিলা সংঘ, বাংলাদেশ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সাংবাদিক সমিতি, কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ২৫ মার্চ হটাৎ করে আসে নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পরই ২৫ মার্চ রাতে পাকিস্তানিরা পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়েছে। পৃথিবীর কোন ভাষা দিয়েই এর নিন্দা জানানো সম্ভব নয়। অথচ আমরা এখন অর্থনৈতিকভাবে তাদের থেকে অনেক এগিয়ে। শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় উপাসনালয়গুলোতে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩