• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১০:৩৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১০:৩৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জাবিতে প্রতিবাদী গণ-ইফতারে সহস্রাধিক উপস্থিতি

১৩ মার্চ ২০২৪ রাত ০৮:১৬:৩৪

জাবিতে প্রতিবাদী গণ-ইফতারে সহস্রাধিক উপস্থিতি

জাবি প্রতিনিধি: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি আয়োজনে নিষেধ করে বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদ জানিয়ে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরবগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

১৩ মার্চ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের (২০১৯-২০২০শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়।

ইফতার কর্মসূচির আয়োজকদের একজন গণিত বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী শাফায়েত মীর বলেন, দেশের দু’টি বিশ্ববিদ্যালয়ের মুসলিম উম্মাহর ধর্মীয় আবেগ ইফতার মাহফিল নিষিদ্ধ করার যে দুঃসাহস দেখিয়েছে, তারই প্রতিবাদের আজকের এই আয়োজন। যারা অসাম্প্রদায়িক দেশে এমন সাম্প্রদায়িক আচরণ করেছে, তাদের প্রতি ধিক্কার জানাই।

রসায়ন বিভাগের ৪৯তম আবর্তনের আরেক শিক্ষার্থী রাকিব হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবাই মিলে উৎসবমুখর হয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের দুটি বিশ্ববিদ্যালয় সে রেওয়াজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমাদের চিরায়ত চেতনায় আঘাত করেছে। আমরা তারই প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ে এ ইফতারের আয়োজন করেছি। বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রতিবাদের প্রতি অকুন্ঠ সমর্থন।

এতে অংশ নিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী সোহেল চৌধুরী বলেন, রমজান মাসে সম্মিলিত ইফতার খুব সাধারণ একটি ব্যাপার। এটাকে সবাই মিলে উপভোগ করার একটা ব্যাপার থাকে। কিন্তু সম্প্রতি দেশের দুটি বিশ্বিবদ্যালয়ে যা দেখা গেল, তা আমাদের ভাবিয়ে তোলে। আমি ও আমার মত অনেক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিয়েছি সেই ভাবনা থেকে।

আরেক শিক্ষার্থী ফারুক হাসান বলেন, আমরা সবাই মিলে সম্প্রীতির এ ইফতারে অংশ নিতে পেরে অনেক আনন্দিত। আমি আশা করি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে যে প্রতিবাদী সাড়া দেখিয়েছে তা সামনের দিনগুলোতেও অব্যহত থাকবে।

এর আগে গত ১০ ও ১১ মার্চ র্পথক দুটি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনে নিষেধাজ্ঞা দেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩