স্টাফ রিপোর্টার, ফরিদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরে অসহায়, দরিদ্র ও মাদ্রাসার এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. মোর্শেদ আলম ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
২৩ মার্চ শনিবার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পুলিশ সুপার মো. মোর্শেদ আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর বড় করে আনুষ্ঠানিকভাবে ইফতার মাহফিল করা হবে না। তবে গরিব মানুষের পাশে থেকে রোজার সময় সেহরি ও ইতফারি করতে বলেছেন প্রধানমন্ত্রী। তারই আলোকে শহরের প্রায় ৬শ’ অসহায় মানুষের সাথে এই ইফতারির আয়োজন করা হয়েছে।
এছাড়াও রমজান মাসের প্রথম দিন থেকেই জেলা পুলিশ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় মানুষের সেহরি ও ইতফারির ব্যবস্থা করছে বলেও জানান তিনি।
মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থী, অসহায় দরিদ্র মানুষ, ভিক্ষুক এবং ছিন্নমূলদের আমন্ত্রণ জানিয়ে তাদের সাথে নিয়ে দোয়া ও ইফতারি করা হয়েছে। পবিত্র মাহে রমজানে জেলা পুলিশের এমন আমন্ত্রণে ইফতার করতে পেরে অনেক খুশি তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available