• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৩:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৩:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে রাস্তায় গাছ ফেলে গণ-ডাকাতি

১ নভেম্বর ২০২৪ সকাল ১১:০০:৫৫

কালাইয়ে রাস্তায় গাছ ফেলে গণ-ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় সড়কে গাছ ফেলে গণ-ডাকাতির ঘটনা ঘটেছে। ৩০ অক্টোবর বুধবার দিবাগত রাতে ডাকাতরা ঢাকা থেকে আসা নাইট কোচ ও ট্রাকের যাত্রী, চালক ও হেলপারদের ওপর হামলা করে মোবাইল, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা মাছ ভর্তি একটি পিকআপ ভ্যানও লুট করে।

শাহ ফতেহ আলী কোচের বগুড়া অফিসের ব্যবস্থাপক আজিজুল হক বৃহস্পতিবার বিকেলে বলেন, কুয়াকাটা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী কোচ জয়পুরহাটের বাঁশের ব্রিজ এলাকায় বুধবার দিবাগত রাতে ডাকাত দলের কবলে পড়ে। সে সময় রাস্তায় একটি কাটা গাছ ফেলে রেখে বাসটির গতি রোধ করা হয়। তারপর বাসটি ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে।

এক পর্যায়ে বাসটির সুপারভাইজার এবং যাত্রীদের জিম্মি করা হয়। এরপর সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপারের কাছ থেকে মুঠোফোনসহ তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা কেড়ে নেয়া হয়। একই সময়ে বেশ কিছু যাত্রীদের কাছ থেকে মুঠোফোন ফোন ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল  ছিনিয়ে নেয়।

স্থানীয়রা জানান, ইতোপূর্বেও বেশ কয়েকবার বাঁশের ব্রিজ এলাকায় একই কায়দায় রোড ডাকাতের ঘটনা ঘটেছিল। দেশে বর্তমান একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় পুলিশি তৎপরতা ও কিছুটা কমে গেছে। তাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আঞ্চলিক মহাসড়কে পুলিশি টহল জোরদার করার দাবি জানান তারা।

ঘটনাস্থলের অদূরে আব্দুল হাকিম নামে এক দোকানদার জানান, বুধবার দিবাগত রাতে বেচা-বিক্রি শেষে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। এরই মধ্যে কোনো এক সময়ে সুযোগ বুঝে রোডে ডাকাতি করেছেন দুর্বৃত্তরা। সকালে ঘুম থেকে উঠে দেখেছেন- একটি কাটা গাছ আঞ্চলিক মহাসড়কের পাশে রাখা হয়েছে। সম্ভবত টহলরত পুলিশ সড়কের উপর থেকে গাছটি পাশে সরিয়ে রেখেছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বৃহস্পতিবার বিকেলে জানান, অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা প্রতিরোধে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার অন্যান্য সড়ক গুলোয় পুলিশি টহল বাড়ানোসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩