• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১১:০৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১১:০৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক বিপ্লব অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৩৪:৩৯

গণ বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক বিপ্লব অনুষ্ঠিত

গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান’ স্লোগানকে ধারণ করে ‘সাংস্কৃতিক বিপ্লব’ শিরোনামে সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় গবির একাডেমিক ভবন সংলগ্ন ট্রান্সপোর্ট চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন অনুষ্ঠানটির উদ্বোধনী ঘোষণা করেন।

অনুষ্ঠানের আয়োজক জিবিএমসির সভাপতি আব্দুল্লাহ আল আলাফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা উদযাপনের জন্য এই আয়োজন। আমরা অনেক খুশি, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন করা সম্ভব হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অফিসার এবং আবৃত্তি প্রশিক্ষক মো. এনামুল হক বলেন, এদেশে একাত্তরে যে বিপ্লব হয়েছে সেটা ছিল সশস্ত্র বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব হয়নি। ২৪ এর বিপ্লবের পর সাংস্কৃতিক বিপ্লব হওয়া উচিত বলেই মনে করি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষার্থীদের মধ্যে যে থমথমে পরিস্থিতি বিরাজমান ছিলো তা এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসান হচ্ছে। বিশ্ববিদ্যালয় তার আগের রূপে ফিরে আসছে।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষিক-শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম ও ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী মঞ্জুরা আক্তারের সঞ্চালনায় বাউল গীতি, নজরুল গীতি, দেশাত্মবোধক গান, আধুনিক গান, কবিতা, নৃত্য এবং সাথে ছিলো অনুষ্ঠানটির প্রধান আকর্ষণ ‘গণ বিশ্বিবদ্যালয় মিউজিক ক্লাব (জিবিএমসি)’ ও ব্যান্ডদল ‘স্বরূপ’ এর পরিবেশনা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২