গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) এর আয়োজনে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিএমবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইইই বিভাগ।
২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে একাডেমিক ভবনের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে, অভিবাসন উন্নয়নের হাতিয়ার নয়, বরং অভ্যন্তরীণ কর্মসংস্থানের সৃষ্টিই পারে টেকসই উন্নয়ন ঘটাতে'। এতে সরকারি দলের হয়ে অংশগ্রহণ করে ইইই বিভাগ এবং বিরোধী দলের হয়ে অংশগ্রহণ করে বিএমবি বিভাগ।
এ প্রতিযোগিতায় ইইই বিভাগের পক্ষ থেকে বাকযুদ্ধে অংশগ্রহণ করেন মেহরাব হোসেন জিসান, মো. মনোয়ার হোসেন অন্তর , জুবায়ের ইসলাম মাহি। অপরদিকে বিএমবি বিভাগের পক্ষ থেকে অংশগ্রহণ করেন উৎস রায় চৌধুরী, ইসরাত জাহান ইশা, জান্নাতুল ফেরদৌস সুফানা।
এ প্রতিযোগিতার সেরা বিতার্কিক ঘোষিত হয়েছে বিরোধী দলের জান্নাতুল ফেরদৌস সুফানা এবং ফাইনালের সেরা বিতার্কিক হয়েছে সরকার দলের মনোয়ার হোসেন অন্তর।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। সংসদীয় পদ্ধতিতে ৩দিন ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available