• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ১১:৪৮:৩৪ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ১১:৪৮:৩৪ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে গবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা

২৯ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫০:২৫

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে গবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের তত্ত্বাবধানে তত্বীয় জ্ঞানের বাস্তব অভিজ্ঞতা নিতে ১৪ ও ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে গাজীপুরের হাজী ফিডমিল লিমিটেড পরিদর্শন করেছে।

২৮ অক্টোবর সোমবার ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের তত্ত্বাবধানে ও হাজী ফিডমিল লিমিটেডের সহযোগিতায় একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন স্থাপনের নিমিত্তে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মো. মোকসেদুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় মুক্ত জ্ঞান চর্চার স্থান। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানার্জনের লক্ষ্যে আমাদের এই শিক্ষা সফর। এখানে এসে নতুন সব ইকুয়েপমেন্ট দেখার সুযোগ হয়েছে এবং স্বচক্ষে ফিড তৈরির প্রক্রিয়া দেখতে পেরেছি। পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতে কলমে শেখার সুযোগ হয়েছে, যা অত্যন্ত ফলপ্রসূ ও ভবিষ্যতে যার যার কর্মক্ষেত্রে নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবে বলে আমি আশাবাদী।

শিক্ষা সফরটির সার্বিক তত্ত্বাবধানে থাকা অনুষদের এনিমেল প্রোডাকশন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ডা. মো. রুকনুজ্জামান হাজী ফিডমিল লিমিটেডকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, তত্ত্বীয় যা শেখানো হয় তার বাস্তব প্রয়োগ দেখার জন্য আমাদের আজকের এই আয়োজন। এতে তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে। শিক্ষনীয় এই সফর সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে খুবই ভালো লাগছে। যা শুধু আমাদের শিক্ষার্থীদের আজকে নয় পরবর্তীতে কর্মজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ সময় তিনি হাজী ফিডমিল লিমিটেডের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন হাজী ফিডমিল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হাজী শফিকুল ইসলাম স্বপন, জেনারেল ম্যানেজার মো. মুকুল মিয়া। তারা এর ধারাবাহিকতা অব্যহত রেখে ভবিষ্যতে আরও সহোযোগিতার আশ্বাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১