• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৭:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৭:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চুয়াডাঙ্গার চারুলিয়া গ্রামে ৫ গরু চোর আটক

১৪ জুলাই ২০২৪ বিকাল ০৩:৪৬:৪৭

চুয়াডাঙ্গার চারুলিয়া গ্রামে ৫ গরু চোর আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের ৫ গরু চোরকে আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ।

১৩ জুলাই শনিবার রাত আনুমানিক ২টা হতে সাড়ে ৩টা সময় এ গরু চুরির ঘটনা ঘটে। চুরি সংক্রান্ত বিষয়ে এদিন রাতে দামুড়হুদা মডেল থানায় মামলা রুজু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগির কবির বলেন, গরু চুরির ঘটনায় চারুলিয়া গ্রামের মাদ্রাসাপাড়ার রওশন আলির ছেলে মামুন (৪০)।

একই গ্রামের মরহুম বাবুর ছেলে লাল চাঁদ দামুড়হুদা মডেল থানায় করা এক এজাহারে জানান, শনিবার দিনগত রাতে তাদের গোয়ালঘর থেকে ১টি লাল রঙের বকনা গরু চুরি হয়। যার আনুমানিক বাজার দর ১ লাখ টাকা ও ১টি কালো রঙের  ষাঁড় গরু চুরি হয়, যার আনুমানিক বাজার দর ১ লাখ ১০ হাজার টাকা।

তারা খোঁজ নিয়ে জানতে পারে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের খাঁ পাড়ার মরহুম সুন্নত আলির ছেলে সেন্টু (৪৫), দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের কিনু খাঁর ছেলে মেহের আলী (৩৫), একই গ্রামের মরহুম হায়াত আলির ছেলে কছিম উদ্দিন (৩৭), ওই গ্রামের মরহুম বাবুল আক্তারের ছেলে মানিক (৪৫) ও আব্দুর রশিদের ছেলে শাহিন (৪০) জোটবদ্ধ হয়ে গরু দুটি চুরি করে। এদিন সকালে এরা চুরির বিষয়টি স্বীকার করে ৭০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা করে। এরপরই তারা দামুড়হুদা মডেল থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন।

তারা অভিযোগ করে, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি, চোরদের পক্ষ নিয়ে দামুড়হুদা মডেল থানায় এদিন রাতে আসে। কিন্তু বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয়ে ফিরে যান এবং বলেন চুরির ঘটনাটির একটি পুলিশি তদন্ত হবে। তারপর জানা যাবে কে কে চোর।

অফিসার ইনচার্জ আরও জানান, এজাহারে যাদের নাম আছে তাদের প্রত্যেককেই থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা রুজু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩