বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক হাওলাদরের পরিবারের কাছে দাবিকৃত ভাতা ও চাঁদার টাকা না পাওয়ায় গরু নিয়ে যায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তার সঙ্গীরা।
৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে ওই ঘটনায় একটায় সংবাদ সম্মেলন করে তাদের গরুটি ফিরে পাওয়ার দাবি জানিয়েছে অসহায় পরিবারটি।
আ. রব হাওলাদার ও তার স্ত্রী জাহানারা বেগম জানান, চাহিদাকৃত টাকা না দেওয়ায় ইউনিয়ন বিএনপি নেতা মাহবুব জোমাদ্দার, জাকির জোমাদ্দার ও মজিবর জোমাদ্দার তাদের আয়ের একমাত্র সম্বল গরুটি নিয়ে যায়। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিবাদীগণ একলক্ষ টাকা দাবি করেন এবং তারা বলেন, বাবা নাকি ভুয়া মুক্তিযোদ্ধা ছিল। বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে। এতদিন যে টাকা ভোগ করেছি তার থেকে একলক্ষ টাকা এখন দিতে হবে এবং প্রতিমাসে দিতে হবে দশ হাজার টাকা।
এ বিষয়ে সংবাদ সম্মেলন শেষে বাউফল থানায় তিন জনের বিরুদ্ধে বাদী হয়ে আবদুর রব অভিযোগ দিয়েছেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ কালাম হোসেন জানান, এখনও অভিযোগ পাইনি তবে খোঁজ নিয়ে দেখছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available