নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর পাশে ঢাকার নবাবগঞ্জে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে শেষ হলো শত বছরের ঐতিহ্যের গরু দৌড় প্রতিযোগিতা৷যা দেখতে লাখও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো৷
১৫ জানুয়ারি সোমবার বিকেলে পৌষ সংক্রান্তি উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও এর আয়োজন করে যন্ত্রাইলের চন্দ্রখোলা কালীমন্দির কমিটি। এছাড়াও নয়নশ্রী-যন্ত্রাইল ইউনিয়নের সীমান্তবর্তী বিলপল্লী মাঠেও একইদিন বিকেলে গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়৷
বেলা ৩টা হতে মাঠে ভিড় বাড়তে শুরু করে দর্শনার্থীদের। সকলের মূল উদ্দেশ্য গ্রামের এই ঐতিহ্যের গরু দৌড় প্রতিযোগিতা উপভোগ করা৷তাই পুরো বিকেল জুড়ে চন্দ্রখোলা ও বিলপল্লী মাঠের চারপাশে ছিল উপচে পড়া মানুষের ভিড় । নবাবগঞ্জ ছাড়াও পাশ্ববর্তী মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, দোহারসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ এদিন ছুটে আসে এই গরু দৌড় দেখতে৷
প্রতিবছর পৌষ সংক্রান্তি উপলক্ষে এই এলাকায় বসে গ্রাম্যমেলা। আর মেলার প্রথমদিন গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর মাসব্যাপী চলে এই প্রিয় মেলাটি৷
নবাবগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও বিলপল্লী সবুজ সংঘের সাবেক সভাপতি মো. নূর আলম এশিয়ান টিভি অনলাইনকে বলেন, গরু দৌড় এটি গ্রামের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতা কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে। তাই আমরা গ্রামের সংস্কৃতি আর ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি।
এদিকে নবাবগঞ্জের চন্দ্রখোলাএলাকায় গরু দৌড় প্রতিযোগিতায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শোল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেওয়ান তুহিনুর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available