রংপুর ব্যুরো: রংপুরে গাজাসহ ৬ মাদককারবারিকে আটক করেছে আরপিএমপির গোয়েন্দা পুলিশ।
২৬ মার্চ মঙ্গলবার বিকেল ৫টার দিকে রংপুর নগরীর পরশুরাম থানাধীন ৬নং ওয়ার্ডের উত্তর কোবারু এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারী ও পুলিশ পরিদর্শক মো. ছালেহ্ আহাম্মদ পাঠানের নের্তৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেল ৫টায় ৬নং ওয়ার্ডস্থ মামা-ভাগিনার মোড়ে অভিযান চালায়। এ সময় লালমনিরহাট কালিগঞ্জ থানার শিয়াল খাওয়া এলাকার আব্দুস কুদ্দুসের ছেলে আসামী মো. শামীম মিয়া, রফিকুল ইসলামের স্ত্রী মোছা. ফিরোজা বেগমকে গ্রেফতার করে। পরে তাদের তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়াও কোতয়ালী ও হারাগাছ থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মুত্তাকী ইবনু মিনান।
তিনি আরও জানান, রংপুর মহানগরীকে মাদক মুক্ত করার নিমিত্ত রংপুর মেট্রোপলিটন পুলিশ তথা ডিবি পুলিশ সর্বদা মাদককারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। রংপুর মহানগরী মাদক মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available