কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ১৪ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
৪ মে শনিবার ভোর ৪টায় উপজেলার কচুয়া-কাশিমপুর সড়কের গোলবাহার চৌরাস্তায় ব্রিজের উপর অভিযান চালিয়ে অটোরিকশা ও ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
কচুয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম ফোর্স নিয়ে কচুয়া-কাশিমপুর সড়কের গোলবাহার চৌরাস্তায় ব্রিজের উপরে ব্যাটারিচালিত অটোরিকশা ও ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আলমগীরকে আটক করা হয়। এ ঘটনায় ২ জন পলাতক রয়েছে।
কচুয়া থানার অফিসার ইউ (ওসি) মোহাম্মদ মিজান জানান, আসামি আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available