রংপুর ব্যুরো: রংপুরে র্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। ৩০ জুন রোববার দিবাগত রাত ১১ টার দিকে রংপুর নগরীর মর্ডান মোড় ক্যাডেট কলেজের সামনে থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়।
১ জুলাই সোমবার আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলো- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সোহাগপুরের রমজান আলীর ছেলে শীর্ষ মাদক কারবারি ট্রাকচালক মো. রবিউল আলম (২৪), একই থানার তিন বিঘা করিডোর দহ গ্রামের আশরাফ আলীর ছেলে ট্রাকের হেলপার মো. লিমন হোসেন (২০), একই জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস এলাকার আমির হোসেনের ছেলে মো. কবির হোসেন (৩২) এবং একই উপজেলার কেন্দু কুড়ি এলাকার নাজির হোসেনের ছেলে মো. নূরনবী খন্দকার (৩৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩-এর সিনিয়র এসএসপি সালমান নুর আলম জানান, র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রোববার দিবাগত রাত ১১ টার দিকে রংপুর সিপিএসসি এবং গাইবান্ধার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলনা করে। এসময় রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানাধীন ক্যাডেট কলেজের সামনে বটতলা পাঁকা রাস্তার উপর একটি বালুর্ভতি ট্রাক তল্লাসী করে ৪০ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে রংপুর তাজহাট থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে সংশ্লষ্টি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available