• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চার সহযোগীসহ হিজলার মাদকসম্রাট ইয়াসিন গ্রেফতার

২ মার্চ ২০২৪ সকাল ১০:০২:১৯

চার সহযোগীসহ হিজলার মাদকসম্রাট ইয়াসিন গ্রেফতার

হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চর কুশুরিয়া গ্রামের অলি উদ্দিন মাতুব্বরের পুত্র চিহ্নিত মাদকসম্রাট স্পিডবোট ও মোটরসাইকেল চালক ইয়াসিন মাতুব্বর ও তার চার সহযোগীকে ২৬ কেজি গাঁজাসহ চাঁদপুরের হরিনায় নৌ পুলিশ গ্রেফতার করেছে।

২৮ ফেব্রুয়ারি বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এসআই মো. জহির উদ্দিন, এসআই মিঠুন বালা, এএসআই রিয়াজুল ইসলাম ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল চাঁদপুর সদর থানাধীন বাঁশগাড়ি খালের মুখে মেঘনা নদী থেকে একটি স্পিডবোট ও  ২৬ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করে। এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনকারী স্পিডবোড।

গ্রেফতার অন্য আসামিরা হলেন, চর কুশুরিয়া গ্রামের ইলিয়াস, সাইফুল মাতুব্বর ও শরীয়তপুর জেলার ঘোসাইরহাট উপজেলার তোফাজ্জল গাজীর পুত্র ফারুক গাজী।

অভিযান পরিচালনার সময় ইয়াসিনের সহচর ও চাচাতো ভাই স্পিডবোট থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, বরিশাল জেলার কয়েকজন মাদকসম্রাটের মধ্যে অন্যতম ইয়াসিন ও তার সহযোগীরা।

ইয়াসিন মাতুব্বর হিজলাসহ জেলার বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন যাবত নানা ধরনের মাদকের কারবার করে আসছে।

চাঁদপুর সদর নৌ থানার ওসি কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫