আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে কুমিল্লা থেকে গাঁজা বিক্রি করতে আসা সোহেল (২৫) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
১৯ এপ্রিল শুক্রবার সকালে আমতলী উপজেলার সীমান্ত এলাকা শাখারিয়া বাসস্ট্যান্ড অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ব্যাগের ভিতর থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক মাদক কারবারি সোহেল কুমিল্লার কোতোয়ালি থানার ধর্মপুর এলাকার বশিরুল্লাহর ছেলে। পেশায় সে একজন স্যানিটারি মিস্ত্রি।
ভারত থেকে চোরাইপথে আসা গাঁজা আখাউড়া থেকে সংগ্রহ করে সোহেল। এরপর সড়ক পথে বরগুনার আমতলীতে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে আসে। পথিমধ্যে জেলা গোয়েন্দা (ডিবি)'র অভিযানে সে ধরা পড়ে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম গভীর রাত থেকে আমতলীর সীমান্ত এলাকা শাখারিয়া বাসস্ট্যান্ডে অবস্থান করি। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ সোহেল নামে ওই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available