• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ১২:১৩:২৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ১২:১৩:২৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

২৫ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:১২:০৮

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

বরিশাল ব্যুরো: বরিশালে পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৫ ডিসেম্বর বুধবার সকালে নগরীর রুপাতলি হাউজিং ও কেডিসি বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কেডিসি বালুর মাঠ এলাকার বজলু খার ছেলে মো. সবুজ খাঁ, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নান্দিকাঠি গ্রামের মনির হোসেনের ছেলে আহসান মোর্শেদ নাফি এবং একই এলাকার রকিবুল ইসলামের ছেলে নিয়ামুল ইসলাম ও নলছিটির মালিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রুপাতলি হাউজিং এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। এ সময় ওই ভবন থেকে ৭৮ পিচ ইয়াবাসহ নাফি, নিয়ামুল ও আরিফুলকে আটক করা হয়।

এছাড়া পৃথক একটি অভিযানে নগরীর কেডিসি বালুর মাঠ এলাকা থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ সবুজ খাকে আটক করা হয়। উভয় ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১