চর রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘সবুজ করি কুড়িগ্রাম’ এই স্লোগানে জেলা পুলিশের পক্ষ থেকে কুড়িগ্রামের চর রাজিবপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের চারাগাছ বিতরণ করা হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার কোদালকাটি ইউনিয়নের রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ চারাগাছ বিতরণ করা হয়।
পুলিশ সুপারের পক্ষ থেকে চর রাজীবপুর থানার অফিসার ইনচার্জ মোজহারুল ইসলাম এ চারাগাছ বিতরণ করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমত আলী মাস্টারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে ‘সবুজ করি কুড়িগ্রাম’ কর্মসূচির মাধ্যমে ৩০ হাজার বিভিন্ন প্রকার চারাগাছ বিতরণ করছি। অপরদিকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত নাগরিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এই চারাগাছ বিতরণ করছি।
পুলিশ সুপার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য দিন-রাত পরিশ্রম করেছেন। তিনি প্রতি ইঞ্চি জমি ফাঁকা না রাখার নির্দেশ দিয়েছেন। একজন নাগরিক হিসেবে এই ধরনীকে বসবাস উপযোগী রাখতে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available