স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব থেকে জীব বৈচিত্র্য রক্ষা, উত্তরাঞ্চলে মরুময়তা রোধ, সৌন্দর্য বর্ধনের মাধ্যমে পর্যটনে মানুষকে আকৃষ্ট এবং পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্যের অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন শুক্রবার বিকেলে জেলা প্রশাসন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা।
এ সময় অন্যান্যদের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলারসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যেমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেন, শনিবার ১৫ জুন (১ আষাঢ়) থেকে পুরো মাসজুড়ে পঞ্চগড়ের সদর, তেতুঁলিয়া ও আটোয়ারী উপজেলার ২৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করা হবে। এছাড়া, ১৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪টি সরকারী অফিস চত্বর, আশ্রয়ণ প্রকল্প ও বহমান নদীর ধারেসহ ফাঁকা জায়গাগুলোতে লাগানো হবে ৬৬ প্রজাতির ঔষধি, ফলজ, বনজসহ ৩ লাখ গাছ।
এছাড়া সৌন্দর্য ছড়ানো সোনালু, জারুল, কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে। গাছ বাচঁলে প্রাণ বাঁচবে। পরিবেশ, প্রকৃতি ও প্রাণীকুলকে বাচিয়ে রাখতে গাছ লাগানো ও পরিচর্যায় করার অনুরোধ জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, সরকারের পাশাপাশি বেসরকারি কয়েকটি এনজিও ২২ হাজার বৃক্ষরোপণ করবে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গাছের পরিচর্যায় সুবিধাভোগী নিয়োগ, গাছের চারপাশে বেড়া দেয়া ও গাছে বাশেঁর খুঁটি দেয়া হবে। গাছে প্রয়োজনীয় পরিমাণে সার ও কীটনাশক ব্যবহারের কথাও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available