দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ১১৭টি মাদরাসায় ফলজ গাছ বিতরণ করা হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় এস এফএ’র আয়োজনে এবং ডা. এ এস এম মুসা কবিরের সার্বিক সহযোগিতায় রিফায়েতপুর ইউনিয়নের ইসলামপুর (চুনিয়া মোড়) মাদরাসায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওলামাদের মাঝে এই গাছ বিতরণ করা হয়।
স্মাইল ফর অল এসএফএ উপদেষ্টা তানজিন হাসান শাহিনের সভাপতিত্বে এবং স্মাইল ফর অল এসএফএ পরিচালক আকাশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ।
এ সময় প্রধান অতিথি স্থানীয় মাদরাসার আঙিনায় বৃক্ষরোপণসহ ফলজ গাছ বিতরণের উদ্বোধন করেন। এছাড়াও রোপণের পর গাছ পরিচর্যার বিষয়ে ঘণ্টাব্যাপী আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ইসমাইল ফর অলসহ ইমাম ওলামা পরিষদ জানায়, বিতরণকৃত ফলজ গাছ পরিচর্যার ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনের সকল কর্মীরা বৃক্ষরোপণের পর পরিচর্যায় নিয়োজিত থাকবেন। এ বছর তাদের বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা প্রায় ৩ হাজার বলেও জানিয়েছে সংগঠনটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available