• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:২৮:৫৫ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:২৮:৫৫ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে ফের আলোচনা শুরু

২৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৪৮:৪৪

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে ফের আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মিশরের কায়রোতে আলোচনা শুরু হয়েছে। ১ মার্চ শনিবার প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার আগে এমনটি জানিয়েছেন মিশরের কর্মকর্তারা।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা'র জানিয়েছেন, আলোচনার জন্য পর্যাপ্ত অভিন্ন মত রয়েছে কিনা তা জানতে ইসরায়েলি প্রতিনিধিদল মিশরে গেছে। তারা চাইবে যুদ্ধবিরতির সময় আরও বাড়ানো হোক। প্রথম ধাপের নাজুক যুদ্ধবিরতি এখনো বজায় রয়েছে। ইসরায়েল ৪৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে ২৪ জন গাজার শিশু। তবে গাজার শাসকগোষ্ঠী হামাসের ফেরত দেয়া চার ইসরায়েলি বন্দির মৃতদেহের যাচাইয়ে বিলম্ব হওয়ায় মুক্তির প্রক্রিয়ায় দেরি হয়। খবর আলজাজিরার।

হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবর ভয়াবহ হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তে স্বীকার করেছে যে, হামলা প্রতিরোধে সামরিক বাহিনীর 'সম্পূর্ণ ব্যর্থতা' ছিল।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সশস্ত্র অভিযানে ৪৮ হাজার ৩৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক লাখ ১১ হাজার ৭৮০ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনি নিখোঁজ থাকার কারণে মোট মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯-এ পৌঁছেছে।

অন্যদিকে, ৭ অক্টোবর ভোরে হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত হয়েছেন এবং ২০০-র বেশি ইসরায়েলিসহ বিভিন্ন দেশের নাগরিকদের বন্দি করে নিয়ে যাওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭