বিনোদন প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হচ্ছে সাহিত্যিক, সাংবাদিক ও গীতিকার আপন অপুর লেখা নতুন গান ‘আমার চাঁদ’। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মাহবুব মিনেল।
‘আমার চাঁদ আজ জোছনা বিলায় অন্য কারও উঠোনে, যাচ্ছি আমি দুমড়ে-মুচড়ে নির্জন ঘরের কোনে’ এমন হৃদয়স্পর্শী কথার গানটির সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই।
ইতোমধ্যে সম্পন্ন হয়েছে গানটির ভিডিও দৃশ্যধারণ। মেহেদি বাপনের পরিচলনায় মডেল হয়েছেন আফসানা মিমি, সামির ও আপন অপু। দৃশ্যধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন। গানটি পরিচয় প্ল্যাটফর্ম থেকে প্রকাশ হবে।
গানটি প্রসঙ্গে গীতিকার আপন অপু বলেন, গানটি গভীর অনুভব থেকে লিখেছি। প্রিয় মানুষটির অবহেলা, ছেড়ে যাওয়ার কষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, গানটির সুর, সঙ্গীত ও ভিডিও দৃশ্যায়ন অনেক ভালো হয়েছে। আশাকরি গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
গায়ক মাহবুব মিলেন বলেন, গানটি করার জন্য অনেক সময় নিয়েছি। চেষ্টা করেছি সেরাটা দেয়ার জন্য। আশা করি শ্রোতারা নিরাশ হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available