হাবিপ্রবি প্রতিনিধি: একটা বিয়ের মূল আনন্দই থাকে গায়ে হলুদ আর মেহেদি অনুষ্ঠান জুড়ে । সেই আনন্দকে বাড়তি করতেই ক্যাম্পাসেই বর কনের বন্ধুরা আয়োজন করে ব্যতিক্রমী গায়ে হলুদ অনুষ্ঠান।
পরিকল্পনা করেই দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি ) ক্যাম্পাসের স্কুল মাঠে শুরু হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। শিক্ষার্থীরা একে একে নিয়ে আসল বাঁশের ডালা, কুলা আর চালুন, আর মুহূর্তেই তৈরি হয়ে গেল গায়ে হলুদের মঞ্চ। কিছুক্ষণ পর বর-কনে এসে উপস্থিত হল। ক্যাম্পাসে সাধারণত বিকালে শিক্ষার্থীরা আড্ডা দেয়, কিন্তু এদিন সবার চোখ আটকে গেল গায়ে হলুদের মঞ্চে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের গায়ে হলুদের আয়োজন হয়েছে তাদের ক্যাম্পাসেই। এমনই এক ব্যতিক্রমী গায়ে হলুদের সাক্ষী হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২১ শে ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাবিপ্রবি স্কুল মাঠে একদল তরুণ-তরুণীর হলদে শাড়ি-পাঞ্জাবিতে মুখর হয়ে উঠেছিল শিক্ষাঙ্গণ। বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম ফাহিমুল্লাহ এবং সুমাইয়ার গায়ে হলুদের এই আয়োজন সবার কাছে স্মরণীয় হয়ে থাকল।
শিক্ষার্থীরা বলেন, গায়ে হলুদের এ আয়োজন বর এবং কনের পরিবারের লোকজন কেউ করেনি। বিয়ের অনুষ্ঠানে সব বন্ধুরা উপস্থিত থাকতে পারবে না বলেই ক্যাম্পাসে সকলের উদ্যোগে এমন ভিন্নধর্মী গায়ে হলুদের আয়োজন করা হয়েছে।
এ ভিন্নধর্মী আয়োজন নিয়ে সুমাইয়ার বান্ধবী সাবিহা সুলতানা জানান, সবার পক্ষে বিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ নেই, তাই আমরা বন্ধু-বান্ধবীরা মিলে এই ভিন্নধর্মী হলুদের আয়োজন করেছি। এটি শুধু মাত্র একটি আনন্দের মুহূর্ত নয়, বরং আমাদের বন্ধুত্ব ও একে অপরকে সমর্থন করার প্রতীক।
চিরাচরিত গায়ে হলুদের নিয়মের মতই হলুদ, মেহেদি মাখিয়ে সম্পূর্ণ করা হয়েছে সকল আনুষ্ঠানিকতা। হলুদে তাদের বন্ধুরাসহ অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বর গোলাম ফাহিমুল্লাহর কাছে ক্যাম্পাসে গায়ে হলুদ আয়োজনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ক্যাম্পাসে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, এটা কখনও ভাবিনি। আজকের এই বিশেষ দিনটি আমাদের জীবনে চিরকাল মনে থাকবে। আমি অনেক বেশি আনন্দিত এবং এই অসাধারণ মুহূর্তটা বন্ধু-বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে পেরে সত্যিই আনন্দিত। সকলের সহযোগিতা ও ভালোবাসায় এই আয়োজন সফল হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমাদের জীবনের এই নতুন পথচলা সুখময় ও সফল হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available