• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে চৈত্র ১৪৩১ বিকাল ০৩:০৭:৫৫ (11-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে চৈত্র ১৪৩১ বিকাল ০৩:০৭:৫৫ (11-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

মায়ের কোলে চেপে গুচ্ছ ভর্তি পরীক্ষায় রাজবাড়ীর মীম

৩ মে ২০২৪ বিকাল ০৪:১৩:০৭

মায়ের কোলে চেপে গুচ্ছ ভর্তি পরীক্ষায় রাজবাড়ীর মীম

ইবি প্রতিনিধি: জন্ম থেকেই হাঁটতে পারেন না মীম। হাতের সমস্যা থাকার কারণে ধীরে ধীরে লিখতে হয়। মায়ের কোলে উঠেই শিক্ষা জীবনের দুই তৃতীয়াংশ পারি দিয়েছেন তিনি।

এবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও ভালো ফলাফলের আশা মীমের। মীমের পুরো নাম মাহফুজা আক্তার মীম। তার বাড়ি রাজবাড়ি জেলার পাংশায়। দুই ভাই বোনের সংসারে বড় মেয়ে মীম। তার বাবার নাম মঞ্জু হোসেন, পেশায় ফার্নিচার মিস্ত্রী। মায়ের নাম সাহেরা বেগম।

৩ মে শুক্রবার গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের পরীক্ষায় মায়ের কোলে উঠে পরীক্ষার অংশ নিতে আসে মীম। বাহাদুরপুর পন্ডিত কাজী আবুল হোসেন কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাশ করেন তিনি। মায়ের অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতা সত্ত্বেও মীমকে কেউ থামাতে পারেননি।

ছোটবেলায় স্কুলে ভর্তি হতে গিয়ে শিকার হতে হয়েছে নানা বাঁধার। তবে নিজের মেধার স্বাক্ষর রেখে স্কুল কলেজ জয় করে এবার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার অপেক্ষা।

পরীক্ষা শেষে কথা হয় মীমের সাথে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। জন্মগতভাবে আমি শারীরিক অসুস্থ, আমার লেখাপড়ার পুরোটাই আম্মু পাশে ছিলো। আমার এ পর্যন্ত শিক্ষা জীবন আম্মুর কোলে বসেই। ছোটোবেলায় আমি যখন স্কুলে ভর্তি হতে যাই সাধারণ বাচ্চাদের মতো আমাকে ভর্তি নিতে চায়নি।

স্কুল থেকে বলা হয়েছিলো আমি হয়তো পড়তে পারবো না। অন্য বাচ্চাদের সমস্যা হবে। আম্মুর অনুরোধে শিক্ষকরা আমাকে ভর্তি নেয়। ভর্তি নিলেও আমার রোল নির্ধারণ হয় সবার পরে। পরবর্তীতে বার্ষিক পরীক্ষার পর যখন আমি ক্লাসে প্রথম স্থান অধিকার করি তখন শিক্ষকরা আমাকে নিয়ে আগ্রহ প্রকাশ করে। এরপর থেকে নিজের চেষ্টায় ভালো ফলাফল ধরে রেখেছি। আজ জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়েছি । প্রশ্ন তুলনামূলক সহজ ছিলো, আম্মুর স্বপ্নই আমার স্বপ্ন।

মীমের মা সাহেরা বেগম বলেন, কোন মা যেন তার সন্তানকে না বলে যে আমার সন্তান পড়তে চায় না। সকল পিতা মাতার উদ্দেশ্যে আমার একটাই উক্তি চেষ্টা করবেন, আমি আমার অসুস্থ সন্তানকে নিয়ে এতো দূর আসতে পারলে আপনি আপনার সুস্থ সন্তানকে নিয়ে অনেকদূর এগিয়ে যেতে পারবেন।

তার মা আরও বলেন, ওর জন্মের পর থেকেই ওর বাবা আমাকে সাপোর্ট করেছে। আমার আরেকটা ছোট ছেলে রয়েছে। তবে আমার স্বপ্ন আমার বড় মেয়ে মীমকে ঘিরেই। আমি চাই আমার মেয়ে একটা সরকারি চাকরি করুক, সমাজের বোঝা না হোক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বৈসাবি উৎসবে আনন্দে মুখর খাগড়াছড়ি
১১ এপ্রিল ২০২৫ দুপুর ০২:৩৬:৩৩


পুলিশের লোগো থেকে বাদ পড়ছে নৌকা
১১ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৪৪:০০




গাংনীতে বিদেশি পিস্তলসহ আটক ১
১১ এপ্রিল ২০২৫ সকাল ১০:৪৬:২২

অবশেষে বদলি করা হলো সেই ইউএনওকে
১১ এপ্রিল ২০২৫ সকাল ১০:২৮:৫৩