• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩১ ভোর ০৫:০৫:০১ (23-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩১ ভোর ০৫:০৫:০১ (23-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবপুরে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

২২ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৪৩:১০

শিবপুরে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে গাঁও সংঘের উদ্যোগে ২ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জজ কোর্টের সাবেক পিপি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম.এ হান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিরা হলেন- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাহনওয়াজ দিলরুবা খান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ঢাকা জেলার দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পি.পি. অ্যাড. মো. এনামূল হক খান (এনাম)।

সমাজে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দিকনির্দেশনামূলক দীর্ঘ আলোচনা ও বক্তব্য শেষে ফুল ও সম্মাননা কেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিত অতিথিরা বক্তব্যে ছোট বেলার স্কুল জীবন স্মৃতিচারণায় গ্রামীণ জীবন থেকে শহর জীবনের নানা দিক তুলে ধরেন।

ড. শাহনওয়াজ দিলরুবা খান বলেন, এই গ্রামে আমাদের জন্ম। আমাদের বেড়ে ওঠা। এখান থেকে অনেক জ্ঞানীগুণীর জন্ম হবে। আজকে আমরা অতিথি এটা একটা গর্বের বিষয়। নিজের জন্মস্থানে নিজে এমন একটি সম্মান পাওয়া গর্বের। ছোটবেলার আনন্দময় স্কুলের জীবন খুবই উপভোগ্য ছিল। সেই সব দিনের সুখকর স্মৃতির স্মরণে আজকে সবাইকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, কাস্টমসের অতিরিক্ত কমিশনার হাছান মুহাম্মদ তারেক রিকাবদার, দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশারফ হোসেন ভুঁইয়া ও সাবেক শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন দর্জি প্রমুখ। অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আমার খাবার কি ফর্টিফায়েড?
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৩৬


কালিহাতীতে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৯:৩৯




শীতে খাগড়াছড়িতে পর্যটকদের উপচেপড়া ভিড়
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:৫০