নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। ২৯ আগস্ট মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২জনকে বদলগাছী উপজেলার জাবারিপুর বাজার ও গয়েশপুর গ্রাম থেকে এবং ১জনকে ধামইরহাট উপজেলার ইসুবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান।
গ্রেফতাররা হলেন, উপজেলার গয়েশপুর গ্রামের শ্রী জাওনা পাহানের ছেলে শ্রী বিমল পাহান, একই গ্রামের মৃত রমেশ পাহানের ছেলে শ্রী সুবাস পাহান এবং বামইরহাট উপজেলার ইনসিরা গ্রামের মৃত সুবলের ছেলে শ্রী ভবেস। এর আগে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগি গৃহবধু (বাসন্তি রাণী) বাদি হয়ে থানায় ৫জনের নাম উল্লেখ করে ১টি মামলা দায়ের করেন। মামলার আরও ২আসামী শ্রীমতি রঞ্জনা রাণী ও শ্রীমতি শংকরি পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ১যুবকের সঙ্গে ঐ গৃহবধূর অনৈতিক সর্ম্পকের অভিযোগ তুলে সোমবার ২৮আগষ্ট সোমবার দুপুরে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর বাড়ির আঙিনায় পুরহিত ডেকে তার মাথা ন্যাড়া করা হয়। এরপর মাথায় ঘোল ঢেলে দেয়া হয়। গ্রামের মাতব্বরদের রায়ে ঐ গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়। এসময় ঐ গৃহবধু আত্মরক্ষার চেষ্টা করলে তার পড়নের শাড়ি খুলে বিবস্ত্র করেন অভিযুক্ত আসামীরা। মিথ্যা অপবাদ ও সমাজ থেকে আলাদা করার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা।
ভুক্তভোগি গৃহবধু বলেন, আমার কারও সঙ্গে অনৈতিক সর্ম্পক নেই । সমাজ থেকে আলাদা করা এবং সামাজিকভাবে আমাকে হেয় করার জন্যই তারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে। আমার স্বামী-সন্তান আছে, তাদের নিয়েই আমি সুখে দিন কাটাচ্ছিলাম। অন্য পুরুষের সাথে সম্পর্ক করার প্রশ্নই ওঠেনা। সবার কাছে আমাকে অপমান ও ছোট করা হয়েছে, আমি অপরাধীদের কঠিণ শাস্তি চাই।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, থানায় ভুক্তভোগি গৃহবধুর দায়ের করা মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। আরও ২জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available