রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে শিশুকে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। অভিযুক্ত আসামীর নাম আরিফুজ্জামান আরিফ (৩৪)। সে জেলার গোদাগাড়ী উপজেলার সিএন্ডবি আচুয়া তালতলা গ্রামের আরমান সরদারের ছেলে।
র্যাবের দেওয়া তথ্য মতে, অভিযুক্ত আসামি ভুক্তভোগীর সর্ম্পকে ভাশুর হয়। আসামি গৃহবধূর স্বামীর সৎ ভাই। সে ৩১ আগস্ট সন্ধ্যায় রাজপাড়া থানার বাদীর বাড়িতে বেড়াতে আসে। পরে বাড়িতে গৃহবধূকে একা পেয়ে তার ২ বছরের ছোট শিশুকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। ঘটনার পরে অভিযুক্ত গৃহবধূকে অসামাজিক কাজের বিষয়ে কাউকে বলতে নিষেধ করে পালিয়ে যায়।
ভুক্তভোগীর স্বামী বাড়িতে এসে তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় দেখে এবং ঘটে যাওয়া বিবরণ জানতে পারে। তারপর অসুস্থ বধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী নিজেই আরএমপি রাজপারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
২৮ সেপ্টেম্বর শনিবার সকালে র্যাব-৫ জানায়, পলাতক আসামিকে আটক করতে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী ও র্যাব-৫ যৌথভাবে কাজ করছিল। তবে ২৭ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্য ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয় র্যাব। পরে তাকে গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী নামক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আটক আসামিকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএমপি রাজপাড়া থানা অফিসার ইন-চার্জ মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। সমাজ থেকে যে কোন ধরনের অপরাধ নির্মুল করতে সর্বদা পুলিশ সোচ্চার রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available