• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ০২:১২:৩৫ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ০২:১২:৩৫ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোপালগঞ্জে গাজী ও শেখ গ্রুপের সংঘর্ষে প্রকাশ্যে গুলি

৩১ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৪১:৩২

গোপালগঞ্জে গাজী ও শেখ গ্রুপের সংঘর্ষে প্রকাশ্যে গুলি

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাজী ও শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় শিপন শেখ নামের এক সৌদি প্রবাসী কয়েক রাউন্ড বন্দুকের গুলি ছোড়েন।

২৮ জানুয়ারি রোববার বিকেলে সদর উপজেলার পারকুশলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সংর্ঘের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, সদর উপজেলার বোরহান গাজী নিজের জায়গায় পরিবেশ বান্ধব ইউনিব্লকের একটি প্রজেক্ট করছে। রবিবার বিকেলে সেই জায়গায় বোরহান গাজীর লোকজন দাওয়াত দিয়ে কাজ শুরু করে। সেই জায়গার পাশে সৌদি প্রবাসী শিপন শেখের ৫, ৭ শতক জায়গা থাকায় তিনি বোরহান গাজীকে বাধা দেয়। তখন কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে শিপন শেখ তার বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টি হয়।

এদিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান গণমাধ্যমকে জানান, সদর উপজেলার পারকুশলি গ্রামের শিপন শেখের একটি জায়গা একই গ্রামের বোরহান গাজীর কেনার কথা ছিল। কিন্তু, রেজিস্ট্রি না করেই সেখানে দখলে গিয়ে কারখানা করার উদ্যোগ নেয় বোরহান গাজী। সন্ধ্যায় কারখানার ভিত্তিস্থাপনের জন্য বিভিন্ন লোককে দাওয়াত দিতে গেলে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে।

ওসি আরও জানান, এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে শিপন শেখ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জ্বালানি তেলের দাম নির্ধারণ
৩১ মার্চ ২০২৫ রাত ০৮:০১:২২

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৪৮


৭ দিনে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৯


ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:৫৩


নারায়ণগঞ্জে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৬:৫৮