• ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:১৭:৪০ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:১৭:৪০ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে অবৈধ ৩০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১৮ অক্টোবর ২০২৪ সকাল ০৮:০৫:২১

শ্রীপুরে অবৈধ ৩০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় দুই কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় তিতাস গ্যাস ভালুকা অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী শাহজাহান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকা থেকে অবৈধভাবে স্থাপন করা দুই ইঞ্চি ব্যাসের ২ কিলোমিটার পাইপ লাইন এবং ত্রিশটি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ভালুকার ব্যবস্থাপক মো. শাজাহান আলী জানান, ওই গ্রামের মো. তাইজুদ্দিন বেপারীর ছেলে মো. লিটন ফকিরের নেতৃত্বে দুই ইঞ্চি ব্যাসের দুই কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপ স্থাপন করে দুই শত সংযোগ দেয়ার প্রক্রিয়া করা হয়। এরই মধ্যে অবৈধভাবে ত্রিশটি সংযোগ দিয়ে দিচ্ছিলো একটি চক্র। আরো দেড়শতাধিক সংযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলো। বিষয়টি অবগত হয়ে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ময়মনসিংহের উপ-মহাব্যবস্থাপক সুরঞ্জিত কুমার দে, শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, শ্রীপুর থানার উপপরিদর্শক মো. অহিদুজ্জামান। অভিযানের খবর পেয়ে অবৈধ সংযোগকারীরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

অভিযুক্ত লিটন ফকিরকে পাওয়া যায়নি। অভিযানে অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ব্যাসের দুই কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করা হয়। ত্রিশটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাসের ওই কর্মকর্তা আরো জানান, অবৈধ সংযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
৫ এপ্রিল ২০২৫ সকাল ১০:৫৯:১৩




সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি
৫ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৬:২৮