• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪০:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪০:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ময়মনসিংহের দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের নান্দনিকতার ছোঁয়া

১২ আগস্ট ২০২৪ সকাল ১০:১৩:০৩

ময়মনসিংহের দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের নান্দনিকতার ছোঁয়া

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ‘যাও পাখি যাও উড়ে’, ‘সুবোধ তুই ফিরে আয়’, ‘ভোর হয়ে গেছে’ এমন নানান প্রতিবাদী উক্তি আর বিভিন্ন চিত্রশৈলীতে বর্ণিল হয়ে উঠেছে ময়মনসিংহ নগরী।

১১ আগস্ট রোববার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল-সবুজের পতাকা। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়।

নগরীর টাউন হল মোড়, সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন এলাকার জরাজীর্ণ দেয়াল রং-তুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে। শিক্ষার্থীদের ২০ থেকে ২৫টি ছোট ছোট দল বিভিন্ন এলাকার দেয়ালে আঁকাআঁকির কাজ করছেন। এমন দৃষ্টিনন্দন গ্রাফিতিতে চোখ জুড়ে যায় নগরবাসীর।

একটা সময় এসব দেয়ালে বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা ছিল। তার পরিবর্তে আজ সেখানে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে উঠছে বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি। শিক্ষার্থীরা নিজেরা চাঁদা তুলে এসব গ্রাফিতির অর্থের জোগান দিচ্ছেন। আর শিক্ষার্থীদের এমন কাজকর্মের সাধুবাদ জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আগামীর সুন্দর বাংলাদেশের স্বপ্নের সারথি হতে যাচ্ছেন, এমন প্রত্যাশা তাদের।

শিক্ষার্থীরা বলন, দেশটাকে আমরা রঙিন করে সাজাতে চাই। তরুণদের বীরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই দেয়ালগুলো। নগরীর বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে কাজ করছি, শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে গ্রাফিতির মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাচ্ছি সবার কাছে, দেশটাকে যেন নতুনভাবে পরিচালিত করতে পারি।

এ বিষয়ে নগরীর মুসলিম বালিকা গার্লস স্কুলের সহকারী শিক্ষক সামসুদ্দিন সাইদ বলেন, শিক্ষার্থীরা জাতি গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা প্রশংসনীয়। তারা যে ইতিহাস রচনা করছে, দেয়াল লিখনের মাধ্যমে বিশ্ববাসীকে যে বার্তা পৌঁছে দিতে চাচ্ছে, তা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

নগরীর গ্রাফিতি শিল্পী শামীম আশরাফ বলেন, গ্রাফিতি হচ্ছে অন্যায় ও বেআইনি বিষয়ের বিপক্ষে প্রতিবাদের ভাষা তৈরি করার অন্যতম শক্তি। পৃথিবীর সব থেকে বড় শিল্পের প্রতিবাদ হচ্ছে গ্রাফিতি, এর ভেতর দিয়ে একজন শিল্পী তার প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলতে পারে। বর্তমানে শিক্ষার্থীদের আঁকা যেসব দেয়াল চিত্র দেখা যাচ্ছে, সেখানে এত সুন্দর কথা লেখা আছে তা সকলের চিন্তাকে আরও শক্তিশালী করে তুলবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের গ্রাফিতি শিল্প ও সংস্কৃতি মনিটরিং কমিটির টিম লিডার মানিক বলেন, ময়মনসিংহ নগরীর প্রতিটি দেয়ালকে সুন্দরভাবে সাজাতে এই শিল্পকর্মের কাজগুলো চলছে। নান্দনিকভাবে দেয়ালগুলো রাঙানো হচ্ছে। দেয়াল রাঙানোর জন্য আমাদের শিক্ষার্থীরা নিজেরা রং তুলি নিয়ে এখানে আসছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩