নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর দুলালপুর ইউনিয়নের চন্ডিরর্দী এলাকায় চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এতে ভেঙে পড়ছে চন্ডিবর্দী এলাকার সুরুজ মিয়ার ইটের পাকা সড়ক। সম্পূর্ণ সড়কটি ভেঙে গেছে। রাস্তাটির মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। কোনোভাবেই চলাচল করতে পারছে না গ্রামের প্রায় হাজারেরও উপরে মানুষ।
স্থানীয় বাসিন্দা আলী আকবর ও রাসেল মিয়া বলেন, চন্ডিবর্দী এলাকার এই পুকুর পাড়ে প্রভাবশালী সুরজ মিয়া ও নাজমুলের নেতৃত্বে দীর্ঘ কয়েক দিন যাবৎ পুকুর থেকে অবৈধভাবে দিনরাত ২৪ ঘণ্টা বালু উত্তোলন করা হচ্ছে। আস্তে আস্তে পাশের রাস্তাটি ভেঙে পুকুরে বিলীন হয়ে যায়। তাদেরকে একাধিকবার এলাকাবাসী এই সমস্যার কথা বললেও তারা কর্ণপাত করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিদিন বালু উত্তোলন করা হচ্ছে। বালু বহনে ব্যবহার হচ্ছে মেশিন। এসবের শব্দে অনেক সময় আমরা শিক্ষার্থীদের পাঠদানে করতে পারছে না। তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে অপমান করা হচ্ছে। সম্পূর্ণ রাস্তাটি ভেঙে পড়ে গেছে। আমরা অনেক খারাপ অবস্থায় আছি।
এ ব্যাপারে বালু উত্তোলনকারী সুরুজ মিয়া বলেন, এরকম কোন কিছু হচ্ছে না। কিছু বলতে পারবো না। অপর অভিযুক্ত নাজমুল বলেন, দুই বছর আগে আমার বালুকাটা শেষ এখন আমি এগুলি কোনোকিছুই জানি না।
নরসিংদী শিবপুর সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল বলেন, এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। যে রাস্তাটি ভাঙ্গা হয়েছে সেটি মেরামতে কাজ চলবে এবং যারা বলে উত্তোলনের সাথে জড়িত যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available