• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১০:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১০:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অনুষ্ঠিত হলো বাজিতপুরে শতবর্ষী ‘বান্নি মেলা’

১ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:০৫:৫২

অনুষ্ঠিত হলো বাজিতপুরে শতবর্ষী ‘বান্নি মেলা’

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের উজানচর নামক স্থানে অনুষ্ঠিত হলো তিনদিনব্যপী ঐতিহাসিক বান্নি মেলা। কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দু’ধারেই মেলা উপলক্ষে বিভিন্ন দোকানপাট সাজিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা। ২৮ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলাটি শেষ হয় ৩০ নভেম্বর বৃহস্পতিবার।

প্রতিবছর অগ্রহায়ণ মাসের শেষে তিনদিনব্যপী এ মেলার আয়োজন করা হয়। মেলায় রাতব্যাপী চলে গানবাজনা, যাত্রাপালাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের মেলােয় শতাধিক দোকানের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। মেলায় গরু, হাতি, ঘোড়া, উট, বক, পুতুল ইত্যাদি মাটির তৈরি খেলনা ছাড়াও গৃহাস্থলির সামগ্রী বিক্রি হয় এসব দোকানে।

কেউ বলছেন, এ মেলাটি শতবর্ষী, আবার কেউ বলছেন, দুইশ’ বছর ধরে চলছে এ মেলা। তবে সঠিক তথ্য নিশ্চিত করতে পারেনি কেউই। সবারই একটি মন্তব্য, ছোট থেকেই তারা এ মেলাটি বসতে দেখছেন।

৬৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হাবিব নামে এক বৃদ্ধের কাছে মেলাটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছোট থেকেই মেলাটি বসতে দেখছেন। জনশ্রুতি রয়েছে, এখানে একসময় হিন্দু জনগোষ্ঠী ছিলো। তাদের পুণ্যস্থানকে কেন্দ্র করেই এ মেলার উৎপত্তি। 

স্থানীয় এক দোকানদার বলেন, করোনার পর থেকে এ মেলাটি হারিয়েছে তার স্বকীয়তা। এখন আর আগের মতো জমছে না। এ মেলাটি মূলত কটিয়াদী ও বাজিতপুর উপজেলার সীমানা ঘেঁষে অনুষ্ঠিত হওয়ায় জেলার অন্যান্য মেলার চেয়ে এটি অনেকটাই গুরুত্ববহ মানুষজনের কাছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩