মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে খুলনা বিভাগের সর্ববৃহৎ গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে শতবর্ষী এই প্রতিযোগিতা ও মেলা হয়।
প্রতিবছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখে বসে এই মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা। তবে এর পরে ১৫ দিন ধরে চলে মেলার আমেজ।
ঘোড়দৌড় শেষে দুই দিন নারীদের পদচারণে মুখর হয়ে উঠবে মেলাস্থল। ওই দুই দিন ‘নারী মেলা’ হিসেবে পরিচিতি।
এই মেলাকে ঘিরে প্রায় ৫০ গ্রামের মানুষ উৎসবে মেতে ওঠে। মেলায় মাছ-মাংস, মিষ্টির দোকানসহ আসবাব, বাঁশ, বেত ও মৃৎশিল্পীদের তৈরি নানা ধরনের খেলনা ও প্রসাধনীর স্টল বসে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে।
মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড়, নাগরদোলা, পুতুলনাচ, জাদু ও কৌতুকশিল্পীদের উপস্থিতি। শিশু-কিশোর, ছেলে-বুড়ো, নারীসহ সব শ্রেণি-পেশার মানুষের অন্যতম উদ্দেশ্য, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করা।
ঐতিহ্যবাহী মেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ মাঠে, রাস্তার পাশে এক কাতারে শামিল হয়ে দুচোখ ভরে উপভোগ করে ঘোড়দৌড়।
এ বছর প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১৬টি ঘোড়া অংশ নেয়। মেলার প্রথম দিন ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available