• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৬:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৬:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৌলভীবাজারে দুইশ' বছরের পুরোনো মাছের মেলা

১৪ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৩৮:১২

মৌলভীবাজারে দুইশ' বছরের পুরোনো মাছের মেলা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর তীরজুড়ে শুরু হয়েছে প্রায় দুইশ' বছর পূর্বের মাছের মেলা। প্রতিবারের মতো এবারও মেলায় উঠেছে নানা জাতের বাহারি মাছ।

১৩ জানুয়ারি শনিবার বিকেল থেকে শুরু হয়ে সংক্রান্তিকে ঘিরে পুরোপুরি জমে উঠেছে শেরপুরের এই মাছের মেলা । মাছের মেলাটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়ে আগে পিছে তিন দিনে বর্ধিত করা হয়েছে।

মেলাস্থল ‘শেরপুর’ মৌলভীবাজার জেলা সদর থেকে ২২ কিলোমিটার দূরে সদর উপজেলার একেবারে শেষ ভাগে অবস্থিত। হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার এই তিনটি জেলার মোহনা হচ্ছে শেরপুর। মৎস্য ব্যবসায়ীদের দাবি, দেশের সবচেয়ে বড় মাছের মেলা এটি।

আগে এই মাছের মেলায় স্থানীয় বিভিন্ন হাওড়-বাওড়, নদ-নদীর মাছ নিয়ে আসতো জেলেরা। এখন মৎস্য খামারগুলোর মাছতো আসেই। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও আসে মৎস্য ব্যবসায়ীদের বিরাট বিরাট চালান।

সিলেটের কুশিয়ারা নদী, সুরমা নদী, মনু নদী, হাকালুকি হাওড়, টাঙ্গুয়ার হাওড়, কাওয়াদিঘি হাওড়, হাইল হাওড়সহ দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য ব্যবসায়ীরা বাঘ, রুই, কাতলা, বোয়াল, গজার, আইড়সহ বিশাল বিশাল মাছ নিয়ে আসেন।

বাজার ঘুরে জানা যায়, এই ঐতিহ্যবাহী মাছের মেলায় পাঁচ হাজার টাকা মূল্যের কমে চাহিদার কোনো মাছ কেনা যায় না। বড় ব্যবসায়ীরা সপ্তাহখানেক পূর্বেই বড় বড় মাছ সংগ্রহ করতে থাকেন। সেই অনুযায়ী মাছের দাম ও হাঁকা হয়।

মেলায় আসা এক আড়ৎদার বলেন, এখানে ছোট আকারের মাছের দাম হাঁকানো হয় ৫ থেকে ১০ হাজার টাকা, মাঝারি সাইজের মাছের দাম হাঁকানো হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা এবং বড় সাইজের মাছের দাম ৫০ হাজার থেকে ১ লাখ টাকাও হাঁকানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩