• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৬:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৬:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

গ্রাম আদালত পরিচালনায় অংশীজনদের সাথে সমন্বয় সভা

৩০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৩১:১৭

গ্রাম আদালত পরিচালনায় অংশীজনদের সাথে সমন্বয় সভা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর রোববার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ, বাস্তবায়ন সহযোগী হিসেবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আবুল কাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার লিমেণ্ট রায়। তিনি উপস্থিত সকলকে গ্রাম আদালত সম্পর্কে আইনি পরামর্শ দেন।

ইএসডিও’র জেলা ম্যানেজার রুবি আক্তারে সঞ্চালনায় গ্রাম আদালত আইন ও বিধিমালা উপস্থাপন করেন পঞ্চগড় স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদ।

সভায় প্রধান অতিথি বলেন, গ্রাম আদালতে কম খরচে উত্তম প্রতিকার দেওয়ার সুযোগ রয়েছে। তাই সর্বত্র গ্রাম আদালত সম্পর্কে প্রচার প্রচারণা করা এবং গণ সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩