টাঙ্গাইল প্রতিনিধি: নাশকতা মামলায় টাঙ্গাইলে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪।
গ্রেফতাররা হলেন- টাঙ্গাইল সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুন সিকদার (৪১), ছাত্রলীগ নেতা মমিতুল ইসলাম ওরফে প্রমি (৩০) ও সাব্বির হোসেন (৩০)।
এর আগে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ নভেম্বর বুধবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৪ জানায়, গত ৪ আগস্ট সদর থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বাহির হয়। ওই গণমিছিলে কতিপয় দুষ্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে। এতে মিছিলে অংশগ্রহনকারী মামলার বাদী লতিফ মিয়াসহ (৩২) বেশ কিছু সদস্য গুরুতর আহত হয়।
এ ঘটনায় লতিফ মিয়া বাদী হয়ে সদর থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। পরে গতকাল তাদের গ্রেফতার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available